ফেঞ্চুগঞ্জে ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে নদী দখল!

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর তীরবর্তী (দক্ষিণ) ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজারের দোকানগুলো দিন দিন কুশিয়ারা নদীকে গ্রাস করে নিচ্ছে। ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার হাজি আসকির আলীর ঘাট থেকে পুর্ব বাজার ডাকবাংলো পর্যন্ত প্রায় পাচ শতাধিক দোকানের প্রায় প্রতিটি দোকানই অবৈধভাবে নদীর দিকে কমপক্ষে ১০ফুট করে বর্ধিত করে স্থাপন করা হয়েছে। যা নদী রক্ষা ও রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধ। কিন্তু আইন ও নদী রক্ষার বিষয়টি কেউ পাত্তা না দিয়ে দিন দিন নদী দখল করছেন। এমনকি বাজারের বনিক সমিতির কার্যালয়ও এই বিষয়টি না মেনে স্থাপন করা হয়েছে। সরেজমিনে দেখা যায় দোকানগুলোর পিছনের অংশে কেউ পাকা … Continue reading ফেঞ্চুগঞ্জে ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে নদী দখল!